এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বটতলা গ্রামে বাড়ি পোড়ানো মামলার প্রধান আসামী মজনু মিয়া (৩০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ সময় তার ছবি তোলতে গেলে সাংবাদিকদের বাঁধা প্রদান করে মজনুর চাচাতো ভাই কাইয়ুম।
জানা যায়, সম্প্রতি ওই গ্রামের বাবুল খানের সাথে বিরোধ চলে আসছিল একই গ্রামের সজলু মিয়া ও তার লোকজনের। এরই জের গত রবিবার কে বা কারা বাবুলের ঘর দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় বাবুল বাদি হয়ে সজলু মিয়া, মজনু মিয়া ও আব্দুল জব্বারসহ ৫ জনকে আসামী করে সদর থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাত সদর থানার সামন থেকে মজনু মিয়াকে গ্রেফতার করে। গতকাল তাকে কারাগারে প্রেরণকালে আদালতে নিয়ে যাওয়ার সময় সদর থানায় সাংবাদিকরা তার ছবি তোলতে যায়। এ সময় মজনুর চাচাতো ভাই উপস্থিত কয়েকজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও দেখে নেয়ার হুমকি প্রদান করে।