চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে এক বীর মুক্তিযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে একদল র্দুবৃত্ত। জানা যায়, গত শনিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার গেরারুক গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আঃ রহিম খাঁনকে পুর্ব বিরোধের জের ধরে পার্শ্ববর্তী গাদিশাল গ্রামের মৃত আঃ মতলিবের ছেলে সিদ্দিক মিয়াসহ একদল র্দুবৃত্তরা আমুরোড বাজারের ৫০ হাত দক্ষিণে রা¯তার গতিরোধ করে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত আহত করে।
এ সময় র্দুবৃত্তরা নগদ অর্থকড়িসহ মোবাইল সেট লুট করে নিয়ে যায়। আহত মুক্তিযোদ্ধা আঃ রহিমকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে ঘটনা স্থল পরিদর্শন করেন এস আই কবির।