নিজস্ব প্রতিনিধি : আজ বুধবার শপথ নিচ্ছেন হবিগঞ্জের ৫ পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরগণ। মেয়র হিসেবে যারা শপথ গ্রহণ করবেন তারা হলেন- হবিগঞ্জ পৌরসভার পুননির্বাচিত মেয়র আলহাজ্ব জি কে গউছ, শায়েস্তাগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ছালেক মিয়া, চুনারুঘাট পৌরসভার পুননির্বাচিত মেয়র নাজিম উদ্দিন শামছু, মাধবপুর পৌরসভার পুননির্বাচিত মেয়র হিরেন্দ্র লাল সাহা ও নবীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী।
সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করাবেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন।
এই শপথ গ্রহন করতে আজ মেয়র জি কে গউছকে প্যারোলে মুক্তি দেয়া হচ্ছে। এ ব্যাপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের সুপার ছগির আলী বলেন- শপথ গ্রহন করতে আজ কারাবন্ধি মেয়র জি কে গউছকে সিলেটের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম প্যারোলে মুক্তি দিয়েছেন।
শপথ গ্রহন অনুষ্ঠানে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ের জন্য তাকে মুক্তি দেয়া হয়। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর কারাগারে থেকেই হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩য় বারের মত মেয়র নির্বাচিত হন আলহাজ্ব জি কে গউছ। তিনি প্রায় ১৩ মাস যাবত কারাবন্ধি রয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জের ৫টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৩টি পৌরসভায় বিএনপি ও ২টিতে আওয়ামীলীগ প্রার্থীরা নির্বাচিত হন।