মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১জন সহকারী শিক্ষিকা দীর্ঘদিন যাবত স্কুলে অনুপস্থিত থেকে বেতন ভাতাসহ এরিয়া বিল উত্তোলন করেছেন। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও রহস্যজনক কারনে তার বিরোদ্ধে কোন ব্যবস্থা আজো নেওয়া হয়নি।
এদিকে শিক্ষিকা স্কুলে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে বিঘিœত হচ্ছে। সূত্র জানায়, ওই শিক্ষিকা বিদ্যালয়ে চাকুরীতে যোগদান করে কিছুদিন পরই লন্ডনে চলে যান আজোও তিনি স্কুলে অনুপস্থিত থেকে লাপাত্তা রয়েছেন। জানা যায়, সিলেট জেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা সাবিয়া বেগম দীর্ঘদিন যাবত স্কুলে অনুপস্থিত থেকে বেতন ভাতাসহ এরিয়া বিল উত্তোলন করেছেন। এ ব্যাপারে গত ২০১৫ সালের ১২ মে তারিখ থেকে অদ্যবধি কোনরকম অনুমোদ ছাড়া অনুপস্থিতির জন্য ওই শিক্ষিকার বিরোদ্ধে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসারের কাছে দীর্ঘদিন যাবত অনুপস্থিতির জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহনের অভিযোগ প্রদান করেছেন।
এই অভিযোগ পত্র পেয়ে উপজেলা অফিসার শিক্ষিকার সাথে বার বার যোগাযোগ করার জন্য ফোন ও লোক মাধ্যমেচেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে গত ২০১৫ সালের ১৬ জুন থেকে ওই শিক্ষিকাকে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক কারণ দর্শানো নোটিঁশ প্রদান করা হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হবার পরেও শিক্ষিকা সাবিয়া বেগমরে পক্ষে নোটিশের কোন জবাব আজো পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, উক্ত শিক্ষিকা তারা স্বামী-স্ত্রী মিলে উভয়ে যুক্তরাজ্যে (লন্ডনে) প্রবাস জীবন যাপন করছেন।
এদিকে বিদ্যালয়ের প্রাথিমক শিক্ষা সুষ্ট বাস্তবায়নের পথে বিঘœ বাধা সৃষ্টি হওয়ায় এহেন আচরনের কারণে সহকারী শিক্ষিকা সাবিয়া বেগমের বিরোদ্ধে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার চিন্তাহরন দাস। এছাড়া তিনি অফিস কর্তৃক অবগতির জন্য আবেদনের অনুলিপী প্রেরন করেছেন। মহা-পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা-১২১৬ বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগ, সিলেট। উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বনাথ, সিলেট, উপজেলা হিসাব রক্ষন অফিসার, বিশ্বনাথ, সিলেট। সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বিশ্বনাথ, (সিলেট, সংশ্লিষ্ট কাস্টার), সভাপতি/প্রধান শিক্ষক, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট।উল্লেখ্য, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিয়া বেগমের জন্ম-৩১ ডিসেম্বর ১৯৯৬ ইং তারিখ পর্যন্ত ১৭বছর ১মাস ১৬দিনের সময়ের ভিতর স্কুলে তার চাকুরী হয়। এই বয়সে তার কিভাবে চাকুরী হয় এই নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারী প্রথমে স্কুলে চাকুরীতে যোগদেন। স্কুলে যোগদেয়ার কিছুদিন পরই ছুটির আবেদন করে। ২০১৩ সালের ৪ এপ্রিল দরখাস্থ জমা দিয়ে লন্ডনে চলে যান। সেখান থেকে ছুটি কাটিয়ে ১বছর ৮মাস ১৮দিন পর আবারো তিনি স্কুলে যোগদান করেন। স্কুলে যোগদারে পর জেলা-উপেেজলা হিসাব রক্ষনসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে করে বেতন ভাতাসহ এরিয়া বিল উত্তোলন করেন। এ সময় কয়েকদিন স্কুলে হাজির দেখিয়ে হঠাৎ করে ২০১৫ সালের ৫ মে থেকে তিনি লাপাত্তা রয়েছেন। আজো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এব্যাপারে আইনানুগ কোন পদক্ষেপ না নেয়ায় এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নির্ভরযোগ্য এক সূত্রে জানা যায়, সিলেট জেলা শিক্ষা অফিসার দূর্নীতিবাজ জনৈক কেরানী শহিদ এর সঙ্গে গোপন আতাত করে সহকারী শিক্ষিকা সাবিয়া বেগম লন্ডনে যায়। এখানে তার পক্ষে সবকিছু ম্যানেজ করতে কেরানী শহিদ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ ঘটনাটি বিশ্বনাথ উপজেলায় চাউর হলেও সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা রহস্যজনক করনে এ ব্যাপারে একেবারে নিরব রয়েছেন। ঘটনাটির ব্যাপারে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান অবগত রয়েছেন ।
এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমান বলেন, বিষয়টি শিক্ষা অফিসার (চিন্তাহরণ দাশকে) কয়েকবার জানানো হয়েছে। এরপরও কোন সমাধান পাওয়া যাচ্ছেনা।
ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দ আশিকুর রহমানের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্দ পাওয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, শিক্ষিকার বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, বিষয়টি মৌখিকভাবে আমাকে জানানো হয়েছে। লিখিত দিলে তিনি গুরুত্বসহকারে দেখবেন বলে জানান।
উপজেলা শিক্ষা অফিসার চিন্তা হরণ দাশ বলেন, শিক্ষিকার (সাবিয়া বেগম) বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।