আবুল হাসান ফায়েজ,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুরে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মহরম আলীর নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার আলাকপুর এলাকায় অভিযান চালিয়ে ২৮ পিছ ইয়াবা সহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলো উপজেলার গুনাপাড়া গ্রামের হুকুম আলীর ছেলে মাদক ব্যবসায়ী কুদরত আলী (২৫)। পুলিশ মঙ্গলবার সকালে তাকে হবিগঞ্জ কোর্টে সোপর্দ করে।