মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে নওয়াপাড়া গ্রুপের সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিল্স লিঃ এর সৌজন্যে বেঙ্গল ঘচকঝ মিশ্র সার বিষয়ে কৃষক সমাবেশ, ডিলার মিটিং ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ২১ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ২ টায় শায়েস্তাগঞ্জ নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জের বি.সি.আই.সি’র সার পরিবেশক সৈয়দ ইকবাল হুসেন। নওয়াপাড়া ট্রেডার্স সিলেট এর আঞ্চলিক কর্মকর্তা মোঃ হিরোমুল ইসলাম (হীরক) এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ্ আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মনবাড়ীয়া জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাসের, হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা মোঃ বশির আহমেদ সরকার, হবিগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার বিমল চন্দ্র সোম, নওয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ ফাইজুর রহমান, হবিগঞ্জ বি.এফ.এ এর সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন, মাধবপুর উপজেলা বি.সি.আই.সি’র ডিলার মোঃ ওসমান খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মোজাম্মেল হক, মোঃ আঞ্জব আলী, মোঃ ফুল মিয়া, মোঃ লুৎফুর রহমান, মোঃ আব্দুর রহমান, রঞ্জন দাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেঙ্গল ঘচকঝ মিশ্র সার ব্যবহারে কৃষকরা লাভবান হচ্ছেন। বেঙ্গল ঘচকঝ এর গুনগতমান খুবই ভাল। এই সার ব্যবহার করলে অন্য সার দেয়ার প্রয়োজন পড়ে না। অন্যান্য সার চাইতে এ সারের দাম তুলনামূলক ভাবে কম এবং সহজলভ্য। আলোচনা সভা শেষে বেঙ্গল ঘচকঝ এর বিক্রয়ের উপর ১৯ জন ডিলারকে পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।