বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের মিরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপি একটি মিছিল বের করলে পুলিশ আ’লীগ কর্মীদের সাথে নিয়ে মিছিলে বাধা দেয়।
এর পর থেকে শুরু হয় বিএনপি-পুলিশ আ’লীগ সংঘর্ষ। প্রথমদিকে পুলিশ কম থাকায় বিএনপির কর্মীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালালে পুলিশ দৌড়ে রাস্তার এক পাশ্র্বে আশ্রয় নেয়।
পরে মিরপুর বিশ্বরোডের টহল পুলিশ বাহুবল থানা ও কামাইছড়ার পুলিশ এসে যোগ দিলে পুলিশ মিরপুর চৌমুহনীতে অবস্থান নিয়ে কদানে গ্যাস ছাড়লে বিএনপি নেতাকর্মীরা চৌমুহনা থেকে পিছু হটে।
পরে বিএনপি জামায়াত শিবিরের কর্মীরা কলেজ রোড ও শাযেস্তাগঞ্জ রোড থেকে পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করছে।
বিকাল ৫টা মিনিট এ রিপোর্ট লেখা সংঘর্ষ চলছে। সংঘর্ষে পুলিশ কাদানে গ্যাস ও রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করছে বলে সূত্র জানায়।
বিকাল ৫টা পুলিশ সুপার অজয় কুমার ভন্দ্র ঘটনাস্থলে পৌচেছেন।