ক্রীড়া ডেস্ক : বড় ভাই শন মার্শ ব্যাটসম্যান হলেও মিচেল মার্শের প্রধান অস্ত্র বোলিং। তবে মাঝে মধ্যে ব্যাট হাতেও কম যান না ছোট মার্শ- মিচেল। এই যেমন শনিবার সিডনিতে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ছয়ে নেমে করলেন অসাধারণ এক সেঞ্চুরি।
ওয়ানডেতে এটাই মিচেল মার্শের প্রথম সেঞ্চুরি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথম। আর এই সেঞ্চুরির মধ্যে দিয়ে বিরল এক নজিরই স্থাপন করলেন মিচেল মার্শ।
বড় ভাই শন মার্শও তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা পেয়েছিলেন ভারতের বিপক্ষে। এখানেই শেষ নয়, তাদের বাবা জিওফ মার্শও যে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা করেছিলেন এই ভারতের বিপক্ষেই! বাবা জিওফ ও মিচেলের সেঞ্চুরিই আবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
১৯৮৬ সালে সিডনিতে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে ১২৫ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন জিওফ মার্শ। ওয়ানডেতে ওটাই ছিল তার প্রথম সেঞ্চুরি।
২০০৯ সালে হায়দরাবাদে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেন শন মার্শ, খেলেন ১১২ রানের ইনিংস।
আর শনিবার মিচেল মার্শও তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা করলেন ভারতের বিপক্ষেই। তিনি করেছেন অপরাজিত ১০২ রান। অর্থাৎ, বাবা ও দুই ছেলে- তিন জনেরই প্রথম ওয়ানডে সেঞ্চুরি ভারতের বিপক্ষে!
অস্ট্রেলিয়ার পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ছয়ে নেমে সেঞ্চুরি করার কীর্তিও মার্শ পরিবারের ছোট ছেলে মিচেলের।