স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হবিগঞ্জ শহরে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুত অফিস সুত্রে জানা যায়, শাহজীবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্রে লাইন মেরামত কাজ করা হবে। এ জন্য শাহজীবাজার থেকে হবিগঞ্জ শহরে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। তবে পলী বিদ্যুত সংশিষ্ঠ এলাকায় বিদ্যুত থাকবে। গতকাল মাইকিং করে এ তথ্য নিশ্চিত করেছে হবিগঞ্জ বিদ্যুত উন্নয়ন কর্তৃপক্ষ।