স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাদক ব্যবসায়ী দুই সহোদরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে যৌন উত্তেজক ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হল সদর উপজেলার বহুলা গ্রামের আব্দুল মতলিবের পুত্র কতিথ সোর্স সেলিম মিয়া (৪০) ও তার ছোটভাই সোহেল মিয়া (৩০)। পুলিশ জানায়, শুক্রবার বিকালে ইয়াবা বিক্রি নিয়ে দুই ভাইয়ের মাঝে বাকবিতণ্ডা হয়। স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে এসআই সুমন চন্দ্র হাজরাসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে।