এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরতলীর নারায়নপুরে জমি দখল নিয়ে দুই দল লোকের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ দাঙ্গাবাজকে আটক করেছে। বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, সকালে সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের নারায়নপুর গ্রামের জমিদার মনি দত্ত চৌধুরীর অর্পিত সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করার চেষ্টা করছে একই গ্রামের চিত্তরঞ্জন ও জিতেন্দ্র গোপ। এ নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার সকালে আব্দুর রউফ ও চিত্তরঞ্জনের নেতৃত্বে একদল ভূমিদস্যু জমি দখল করতে যায়।
এ সময় জিতেন্দ্র গোপ ও তার লোকজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একে অপরের উপর হামলা-পাল্টা হামলা চালায়।
এতে মনলাল গোপ (৪০), মনোরঞ্জন গোপ (৩৫) ও নারায়ঞ্জন গোপ (৪২) সহ অন্তত ১০ জন আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে এসে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন ওই গ্রামের বাসিন্দা দেশ টিভির সাংবাদিক শ্রীকান্ত গোপ দাঙ্গাবাজকে নিবৃত করতে গেলে তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। আহতদের মাঝে নারায়ঞ্জন গোপকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪ দাঙ্গাবাজকে আটক করে।
আটককৃতরা হলঃ মনতোষ গোপ (৩০), নিরঞ্জন গোপ (৫০), চিত্তরঞ্জন গোপ (৩৫) ও মহিতোষ গোপ (৩৪)। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থেকেই মামলা দায়ের করা হয়নি বলে ওসি জানান।
এদিকে সাংবাদিক শ্রীকান্তের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে হবিগঞ্জ প্রেসক্লাবে তাৎক্ষনিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালানায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আমির হোসেন, সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরিফ, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মিলন রশিদ, হাফিজুর রহমান নিয়ন, প্রদীপ দাশ সাগর, শাহ ফখরুজ্জামান, শওকত চৌধুরী, ফরহাদ চৌধুরী, শরীফ চৌধুরী, শাকিল চৌধুরী, আব্দুর রউফ সেলিম, সুরুজ আলীসহ হবিগঞ্জের সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা সাংবাদিক শ্রীকান্ত গোপের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। সভায় হামলার মূলহোতাসহ সকল দুর্বৃত্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানানো হয়।