বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ ও অভিনেত্রী মৌসুমিকে একসঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে দেখা গেছে। কিন্তু সেখানে ছিলেন না লাক্স তারকা বাঁধন। এবার জনপ্রিয় এই তিন তারকা একসাথে কাজ করলেন একটি টেলিফিল্মে।
জেড আই মিন্টু পরিচালিত টেলিছবিটির নাম ‘মেঘের আড়ালে’। সোমবার থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে এর চিত্রধারণের কাজ।
নির্মাতা জেড আই মিন্টু বলেন, ‘জনপ্রিয় এই তিন তারকাকে নিয়ে কাজ করা অনেকদিনের ইচ্ছা ছিল। অবশেষ সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে। পারিবারিক টানাপড়েনের এই গল্পের নির্মাণটি সবার ভালো লাগবে বলে আমি আশাবাদী।’
তিনি আরো বলেন, ‘মেঘের আড়ালে’ টেলিছবিটি শিগগিরই একটি স্যাটেলাই টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।