স্টাফ রিপোর্টার ॥ চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের ডাঃ মুখলেসুর রহমান, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর সাদ্যত হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা আনিচ্ছুজামান চৌধুরী ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরজত আলী প্রমুখ। সভাপতিত্ব করেন বিআরটিএর সহকারি পরিচালক হাবিবুর রহমান। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ওই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র কোর্ট মসজিদের মোয়াজ্জিন ক্বারী সামছুদ্দিন। প্রশিক্ষণে শতাধিক চালক অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে দিকনির্দেশনা প্রদান করেন।