নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে অলিমা মফিজ ফাউন্ডেশন- ইউকে। অলিমা মফিজ ফাউন্ডেশন- ইউকে এর উদ্যোগে মঙ্গলবার সকালে করগাঁও ইউনিয়নের ৩৫০ জন দুস্থ শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।
অলিমা মফিজ ফাউন্ডেশন- ইউকে এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী, ইনভেষ্টসেন্ট ব্যাংকার, শিক্ষানুরাগী ও শিল্প উদ্যোক্তা শেখ মহি উদ্দিন আহমেদ (জাহেদ) বিএ (অনার্স), এফসিসিএ, এমবিএ- এর সভাপতিত্বে করগাঁও গ্রামে তাদের নিজ বাড়ীতে উক্ত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রয়াত মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর তনয় শাহ নেওয়াজ গাজী মিলাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, নির্মেলেন্দু দাশ রানা। অনুষ্ঠান পরিচালনা করেন- পারলেক্স এর প্রধান নির্বাহী মিনহাজ সামাদ চৌধুরী, আঞ্চলিক পরিচালক নোমান আহমদ চৌধুরী, কো-অর্ডিনেটর মিজান চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আ: আহাদ চৌধুরী, মো: আনচার উদ্দিন, মাও: আ: ওয়াদুদ, হাজী টুনু মিয়া, রেজান মিয়া, দিলাল মিয়া, নুনু মিয়া, হাজী মুহিবুর রহমান, রাশ মোহন দাশ, ভৈরব দাশ, হাজী তাহের মিয়া, গৌর মনী সরকার, আ: হক, শেখ আ: রহিম, সবুজ মিয়া, মো: ইয়া হিয়া, জাকির হোসেন চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, শেখ নাসিম উদ্দিন সোহন আহমেদ, মাছুম মিয়া, আব্দুল আজিজ প্রমুখ।
উল্লেখ্য যে, অলিমা মফিজ ফাউন্ডেশন- ইউকে প্রতিষ্ঠাতা শেখ মহি উদ্দিন আহমেদ (জাহেদ)র মা ও বাবার নাম অনুসারে নাম করন করা হয়েছে। ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো- সমাজের সুবাধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও কর্মস্থান সহায়তা দেওয়া।