চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের আলাপুরে ২ দিনব্যাপী ফ্রিজ-টিবি কাপ ঐতিহবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় রানীগাও ইউনিয়নের আলাপুর ও শাহপুর গ্রামের (বন্দের) মাঠে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। এ পুরুস্কার বিতরনী সভায় উপস্থিত ছিলেন-রানীগাও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ৯নং রানীগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফারুক মাহমুদ, রানীগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুশফিক চৌধুরী, আব্দুল নুর তালুকাদার, রানীগাও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও অত্র খেলার সহযোগী নানুু মিয়া মহালদার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মাষ্টার সাইফুল ইসলাম ছুফি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান রিপন, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, সাবেক মেম্বার মিজানুর রহমান লালা, অত্র খেলার আয়োজক মোঃ কাজল মিয়া, মেম্বার মিজানুর রহমান, সম্ভাব্য মেম্বার প্রার্থী কালা মিয়া, আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া, ইমান আলী, খেলা পরিচালনা কমিটির সুয়েল মিয়া, আঃ ছালাম, ফারুক মিয়া, আকল মিয়া, আফজল মিয়া, মসকুদ আলী, মোল্লা আব্দুল হান্নান। সভা পরিচালনা করেন সাটিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মাষ্টার বিল্লাল মিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রানী ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী মোল্লা ওয়াহিদ, সম্পাদক মোশারফ, রানীগাও ইউনিয়ন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ প্রস্তাবিত আহবায়ক কমিটির যুগ্ন- আহবায়ক মোল্লা হাবিব চৌঃ সহ উপজেলা ও এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সিলেট, জগন্নাতপুর, মৌলভীবাজার, নবীগঞ্জ, চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থান থেকে মালিক ও ঘোড়ার ছোয়ারসহ ৩০টি ঘোড়া এ খেলা অংশ গ্রহন করে। উক্ত খেলায় প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে। খেলা শেষে ১ম বিজয়ী নবীগঞ্জের আদিয়ানের বাদশার পক্ষে শাহেদ মিয়া (ফ্রিজ) ও দ্বিতীয় পুরুস্কার একই উপজেলার পংকিরাজ এর পক্ষে আলালা মিয়া (টিবি) এবং সিলেট জগন্নাতপুরের জীবন বাচ্ছা পক্ষে মাসুক মিয়ার হাতে ১টি মোবাইল ফোন হাতে তুলে দেন।