জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ আজ এক বিবৃতিতে বলেন, ২০ দলীয় জোটের প্রধান, বিএনপি চেয়ারপার্শন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশাস্থ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে তাঁর অবরুদ্ধ প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
গণতন্ত্র হত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে ২০ দলীয় জোট কর্তৃক ঘোষিত কর্মসূচি পালন উপলক্ষে একটি জনসভা বানচাল করতে গিয়ে সরকার সারাদেশকে অবরুদ্ধ করে ফেলেছেন। রাজধানীর সাথে সাড়া দেশের সড়ক ও নৌ -পথের যোগাযোগ বন্ধ করে জন জীবনে এক দূর্বিসহ অবস্থা সৃষ্টি করেছে। সরকার গণন্ত্রের প্রতি নূন্যতম শ্রদ্ধা দেখাতেও ব্যর্থ হয়েছেন। ২০১৪ সালের ৫ই জানুয়ারি জনগনের ভোটের অধীকার কেরেনিয়ে ১৫৪ জনকে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করে পৃথিবীর ইতিহাসে একটি ঘৃন্য ও কলঙ্ক জনক অধ্যায়ের সৃষ্টি করেছেন। দেশে -বিদেশে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি নূন্যতম শ্রদ্ধা ও সম্মান দিতে এই সরকার ব্যর্থ হয়েছে।
তিনি আড়ও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশাস্থ কার্যালয়ে অবরুদ্ধ করে জনতার আন্দলন স্থব্ধ করা জাবেনা। চরম হটকারী অসহীংশ সরকারের সন্ত্রাশী কর্ম তৎপরতার বিরুদ্ধে গণঅর্ভূত্থ্যন ঘটাতে হবে। গুলশান বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহিলা নেত্রী বৃন্দ সহ সারাদেশে গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তির দাবি জানান।