নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতিও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। পরিচালনা করেন, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই অজিত কুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: রথীন্দ্র চন্দ্র দেব। প্রধান অতিথি হিসেবে, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আলমগীর চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি(তদন্ত) গৌর চন্দ্র মজুমদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, এম.ও.এমসিএইচ ডা: নগেন্দ্র কুমার কুমার দাশ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ইফতেখার হোসেন চৌধুরী, প্রেসক্লাবের অফিস বিষয়ক সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমূখ। সভায় হাসপাতালের চলমান কার্যক্রমের বিস্তারিত বিভিন্ন বিষয় এবং সমস্যাদি তুলে ধরা হয়।
সমস্যাবলীর মধ্যে হাসপাতালে মেডিকেল অফিসার সংকট, সীমানা প্রাচীর, বিদ্যুত, গ্যাসসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সভায় এসব বিষয়ে প্রতিবেদন তৈরী করার সিদ্ধান্ত হয়।