এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে দ্বিতীয় স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করে হত্যা চেষ্টায় ফুল মিয়া (৩৫) নামের এক বিয়ে পাগল স্বামীকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের জয়নুল্লাহ”র পুত্র।
দ্বিতীয় স্ত্রী ফান্দ্রাইল গ্রামের ওয়াহিদ মিয়ার কন্যা নাসরিন আক্তার (২০) জানায়, ২ বছর আগে ফুল মিয়া ১ম স্ত্রীর কথা গোপন রেখে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং বিয়ে করে। এরপর থেকে সে যৌতুকের জন্য তাকে প্রায়ই মারধর করতো।
গত রবিবার রাতে তাকে মারধর করে ঘরে আটকে রেখে হত্যার চেষ্টা চালায় ফুল মিয়া। বিষয়টি সদর থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত অবস্থায় নাসরিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে এবং ফুল মিয়াকে আটক করে। নাসরিন বাদি হয়ে সদর থানায় যৌতুকের জন্য হত্যার মামলা দায়ের করেছে।