জুয়েল চৌধুরী, হবিগঞ্জ :
হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে। ঘন্টাব্যাপী সংঘর্ষে ছাত্রদলকর্মীসহ পুলিশ, সাংবাদিক আহত হন। এসময় জেলা শিক্ষা অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কটি যানবাহন ভাংচুর করা হয়।
রবিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৯ ছাত্রদলকর্মীকে আটক করেছে। আহত পুলিশ সদস্যরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা ছাত্রদলের একটি মিছিল তিনকোনা পুকুর পাড় এলাকা থেকে বের করতে চাইলে পুলিশ বাধাঁ দেয়। এ ঘটনার জেরে পুলিশের সাথে নেতাকর্মীদের বাকবিতন্ডার ঘটনা ঘটলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষ চলাকালে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রধান সড়কে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। এসময় বেশকটি টমটম ও মাইক্রোবাস ভাংচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩ রাউন্ড টিয়ার শেল ও ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এসময় শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ছাত্রদলকর্মী সন্দেহে সাইফুল, উচ্ছাস, মোতাব্বির, আলামিন-১, আলামিন-২, শাহ আলম, রুমেল, মিন্টু ও শোভনকে আটক করে।
আহতাবস্থায় এসআই দেলোয়ার, কনস্টেবল ইমরান, সাইফুল, উজ্জ্বল, স্বপন, শামীম, মারুফ ও জাহিদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া সাংবাদিক এনামুল হক সায়েম আহত হয়েছেন।