এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামে তাহমিনা বেগম (২২) নামের এক অন্তঃস্বত্তা গৃহবধুকে পিটিয়ে আহত করেছে স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্র জানায়, তাহমিনার স্বামী প্রায়ই তাকে যৌতুকের জন্য তাকে মারধরসহ নির্যাতন করতো। গতকাল একই কারণে তার উপর নির্যাতন চালায়। সে ৬ মাসের অন্তস্বত্তা বলে জানা গেছে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার পর থেকে স্বামী আত্মগোপন করেছে।
এক অন্ধ বিধবা মহিলা অগ্নিদ্বগ্ধ আশংকাজনক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ