নিজস্ব প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইলোকের মধ্যে ররক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মতলিব মিয়া, গিয়াস উদ্দিন, বিমল মিয়া, শামিম মিয়াকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । জানাযায়, পৌর এলাকার ফতেহপুর গ্রামের গিয়াস উদ্দিন ও রভ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল বিরোধ নিষ্পতির লক্ষে গতকাল সোমবার রাত ৮ টায় উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়ার মধ্যস্থতায় বাজারে ভূইয়া মার্কেটের নিচে তার গদিতে সালিশ বৈঠক বসে, সালিশে উভয় গ্রুপের লোকজনের মধ্যে তর্কবিতর্ক বাঁধে এতে উভয় গ্রুপেরর মাধ্যে হাতাহাতি ও চেয়ার দ্বারা ঢিল চুরাচুরী শুরু হয়। একপক্ষ বাজার থেকে যাবার সময় লালামিয়ার বাজারের ব্যবসায়ী মতলিব মিয়া (৬০) কে মারপিট করে গুরুতর আহত করে। পর বাড়িতে গিয়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুজ্জামান পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ ও উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়ার চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। উক্ত সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষে আশংকা করছে এলাকাবাসী।