বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিশ্বনাথে ধরারাই ফুটবল ক্লাব দশঘর আয়োজিত হক এন্ড সাবলি স্মৃতি ফাইভার সাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ধরারাই প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাহার আলীর সভাপতিত্বে লতিফুর রহমান এবং ইমরান আহমদের পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকদুস আলী, তৈয়ব আলী, আখদ্দুছ আলী, খয়রুল ইসলাম, আবদুল হক, জিয়াউর রহমান, হাবিবুর রহমান, শাহির আলী।
এসময় উপস্থিত ছিলেন ধরারাই ফুট ক্লাবের সদস্য সইদুল হক, মিজান, মঈনুল হক, চকম আলী, সালাম, সজল, ইমন আহমদ, টিপু, জায়েদ, ইমন, সামাদ, সানু প্রমুখ। টুর্নামেন্টে আর্থিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী নজমুল হোসেন ও মালেশিয়া প্রবাসী রায়হান আলী।
ফাইনাল খেলায় বাসিয়া ফুটবল ক্লাব কোনারাই কে হারিয়ে জায়েদ ফুটবল ক্লাব ধরারাই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।