মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রকে পরিবহন শ্রমিকের লোকজন মারধর করার প্রতিবাদে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এসময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ছাত্র শিক্ষক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
অধ্যক্ষ জাহির উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে একাদশ শ্রেণীর ছাত্র অপু মিয়া কলেজ শেষ করে বাড়িতে যাবার সময় হবিগঞ্জগামী একটি লোকাল বাসে উঠা নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে ঝগড়া হয়।
শনিবার সকালে এ খবর কলেজে ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ রাশেদুল ইসলামের কার্যালয়ে বিষয়টি আপোষে নিষ্পত্তি করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার সকালে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিদ্দিষ্ট স্থানে বাস থামানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল।