বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারের এক কম্পিউটার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মিরপুর বাজারের কলেজ রোড গনি জাহান কমপ্লেক্সে গাউছিয়া কম্পিউটার দোকানে আগুনের সূতপাত ঘটে। সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানের প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে যায়।
দোকান মালিক মাওলানা মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয়।