এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন চায়ের দোকানে কেরাম বোর্ড, গাফলা ও লুডু দিয়ে জমজমাট জুয়ার আসর বসানোর অভিযোগ পাওয়া গেছে। এতে করে একদিকে যুব সমাজ বিপথে যাচ্ছে অন্যদিকে চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
এ সবে যোগ দিচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীর পাশাপাশি যুবকরা।
তাদের এই সরলতার সুযোগে চায়ের দোকানের ব্যবসায়ীরা প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। সরেজমিনে দেখা যায় জানা যায়, ইনাতাবাদ, মাছুলিয়া, ২নং পুল, কোর্ট স্টেশন,মোহনপুর,আনোয়ারপুর, উমেদনগরসহ বিভিন্ন এলাকায় কেরাম বোর্ড, গাফলা ও লুডু দিয়ে এক শ্রেণীর লোক জুয়া খেলছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জুয়ারি জানান, খেলা প্রতি চায়ের দোকানদাররা ১শ থেকে ২শ টাকা পেয়ে থাকে।