হবিগঞ্জ: হাওর অঞ্চলে মৎস্যচাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় হাওর অঞ্চলে সম্পদের টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহম্মদ।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুর রইফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম, হাওর অঞ্চলে মৎস্যচাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ডঃ তপন কুমার পাল।
উপজেলা মৎস্য কর্মকর্তা নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ।
দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্নস্থান থেকে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।