মোঃ রহমত আলী ॥ বানিয়াচং সদরের যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভূমিকম্পকালে করনীয় ও আতœরক্ষা বিষয়ে সচেতনতার সহিত সার্বক্ষনিক সতর্ক থাকার পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে।
হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর আহ্বান জানান। সেই সাথে আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ বিভাগে প্রকাশিত আগাম সতর্কবার্তাও অবহিত করেন। সতর্ক বার্তা করেছে এবছর মে মাসের মধ্যে রিখ্টার স্কেলে ৫ থেকে ৬ মাত্রার ৮টি ও ৬ থেকে ৭ মাত্রার ৪টি এবং ৭ থেকে ৮ মাত্রাধিক ১টি ভূকম্পন হওয়ার আশংকা।
মঙ্গলবার দুপুরে যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি শ্রেণি কক্ষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সম্ভাব্য ভূমিকম্পের প্রতিক্রিয়ার বিষয়ে সচেতনতা ও সার্বক্ষনিক সতর্ক অবলম্বন ও করনীয় সম্পর্কে বক্তৃতা করেন। এসময় ছিলেন প্রধান শিক্ষক সুকেশ চন্দ্র চন্দ, ইউনিসেফ ক্যাটস প্রজেক্ট এর ইউনিয়ন ফ্যাসিলিটেটর আজিজুল হক খান আজাদ ও বানিয়াচং উপজেলা ইউডিসি উদ্যোক্তা ফোরামের সভাপতি আনছার আলী।