মোঃ রহমত আলী / এম এ আই সজিব ॥ হবিগঞ্জ লাখাই সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, কৃষি, শিল্প ও বানিজ্য মেলার নামে মেলায় অনৈসলামিক, অশ্লিলতা ও অশালিন নিত্য পরিচালনাসহ কোন কার্যকলাপ চলতে দেয়া হবে না। মেলায় বিভিন্ন পণ্যের বেচা কেনা ও প্রদর্শণ করা সুষ্ট ব্যবস্থা চালিয়ে যাওয়ার কথা তিনি বলেন।
মঙ্গলবার (১১জানুয়ারী) বিকেলে স্থানীয় নিউ ফিল্ডে কৃষি, শিল্প ও বানিজ্য মেলার উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথিরি বক্তৃতায় তিনি কথাগুলো বলেন। তিনি বলেন, মেলার অনৈতিক কর্মকান্ডকে পুজি করে ভাবমুর্তি ক্ষুন্ন করা লক্ষ্যে সরকারের বিরোদ্ধে কোনো আন্দোলন করতে কাউকে সুযোগ করে দেয়া হবে না। তিনি আরও বলেন, আগামী এসএসসি পরীক্ষার্থীদের পড়া লেখার কোনো সমস্যা না হয় তাই মেলায় নিয়ন্ত্রিত মিউজিক ব্যবহারে তিনি গুরুত্ব আরোপ করেণ।
তাছাড়া এসএসসি পরীক্ষা শুরুর আগেই মেলার কার্যক্রম শেষ করার জন্য আয়োজকারীদের প্রতি তিনি আহবান করেণ। এ সময় প্রধান অতিথি ফিতা কেটে মাস ব্যপী কৃষি, শিল্প ও বানিজ মেলার আনুষ্টানিক শুভ উদ্ভোধন ঘোষনা করেণ। হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র’র আয়োজনে এবং মোঃ মোতাচ্ছিরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র’র সকল কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।