চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতাঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুনের পিতা ও উপজেলার আইতন গ্রামের আলহাজ্ব ডাঃ নুর উল্লাহ (৯৬) বার্ধক্য জনিত রোগে
ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। তিনি সোমবার রাত সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ যোহর আইতন ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ছেলে, ৪মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন এবং চুনারুঘাটের নেতারা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।