এম এ আই সজিব ॥ নবীগঞ্জ উপজেলার ফুলতলি বাজারে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে শাহনেওয়াজ নামের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সে উপজেলার সাতাইহাল গ্রামের নুর মোহাম্মদের পুত্র। আহত সুত্রে জানা যায়, শাহনেওয়াজ দীর্ঘদিন ধরে ওই বাজারে ধান চাওলের ব্যবসা করে আসছেন। তার এ ব্যবসার উপর কুনজর পড়ে দুর্গাপুর গ্রামের মুহিবুর রহমান ও বাবুলের। গত রবিবার রাত ১১টার দিকে তারা মাইক্রোবাস নিয়ে এসে দোকানের সামনে দাড়ায়। এ সময় তাদের সাথে থাকা আরো ৪/৫ জন লোক গাড়ি থেকে নেমে দোকানে প্রবেশ করে শাহনেওয়াজকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে তাকে আঘাত করলে সে আহত হয়। তাদের এ তাণ্ডবে আশেপাশের লোকজন ঘটনাস্থলে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে গোপলারবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ বজলুর রহমান ঘটনাস্থলে আসেন। ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।