এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার কামালখানি গ্রামে পাওয়ার টিলারের ধাক্কায় হাসান (১০) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। সে বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামের ঠিকাদার রুকু মিয়ার পুত্র। ঘটনার পর পাওয়ার টিলার চালক তাইদুল ইসলাম পালিয়ে যাবার সময় আটক করে গণধোলাই দিয়ে জনতা।
নিহত হাসান যাত্রাপাশা প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র। সম্প্রতি হাসান কামালখানি গ্রামে তার নানার বাড়ি বেড়াতে যায়। গতকাল ওই সময় সে নানার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ট্রলি তাকে ধাক্কা চাপা দিলে স্থানীয় লোকজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।