সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ থেকে : প্রতি বছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী লস্করপুর সাহেব বাড়ি ফাউন্ডেশন এর উদ্যোগে লস্করপুর গ্রমসহ পার্শ্ববর্তী গ্রামের হতদরিদ্র গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জানা যায়, ১০ জানুয়ারি সকাল ১০ টায় হবিগঞ্জে সদর উপজেলার তরফ রাজ্য রাজধানী ঐতিহ্যবাহী লস্করপুর সাহেব বাড়ির ফাউন্ডেশন এর সদস্য সচিব সৈয়দ সাবওয়াব রেজার উদ্যোগে প্রতিবছর ন্যায় এবারো শীতবস্ত্র বিতরণ সময় উপস্থিত ছিলেন সৈয়দ ফেরদৌস রেজা, সৈয়দ মাহমুদুর রেজা, সৈয়দ আকিকুর রেজা, সৈয়দ মহসিন রেজা, সৈয়দ আশফাক রেজাসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনুসর, সিলেটের মাই টিভির সাংবাদিক শাহীন আহমদ উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।