স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামের আবু হোসেনের পুত্র আবু ছালেক(ছালু) তার নিজস্ব পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে পাশ্ববর্তী পুকুর পাড়ের বসতি ১০/১২ বাড়ি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।
পুকুরের পূর্ব পাড়ের জমিতে চাষ করা হয়েছে টমেটোসহ বিভিন্ন সবজি। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে আলী আজম,আলী পাশা,ফুরকান মিয়ার জমিসহ আশে পাশের অনেক কৃষিজ জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। পুকুরের উত্তর পাড়ের বাসিন্দা আব্দুল খালেক,আইয়ূব আলী,হিরণ মিয়া,আঃ শহীদ জানান,ছালু মিয়া তার পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে আমাদের মাটির দেয়ালের বসত ঘরগুলো ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে উঠেছে ।
আমরা গরিব মানুষ ছালু মিয়ার প্রভাবের কাছে জিম্মি হয়ে আছি । আমরা এ থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করি এবং এ বিষয়ে আমরা আশে পাশের বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আগামী কাল লিখিত অভিযোগ করবো।