মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জে আরএফএলের ওয়াটার পিউরিফায়ার ‘ড্রিংকইট’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রাণ ফ্রুটো আয়োজিত শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এর আয়োজন করা হয়। প্রাণ বিজয় আনন্দ কনসার্টে ফিতা কেটে মোড়ক উন্মোচন করেন আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমী।
এসময় উপস্থিত ছিলেন আরএফএল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেণ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, আরএফএল প্লাস্টিকসের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তৌহিদ তুষার খান, প্রাণ বেভারেজ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার হাসিব কামাল, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান উপস্থিত ছিলেন।
প্রাণ-ফ্রুটো বিজয় কনসার্টে জনপ্রিয় মমতাজ, রিংকু ও সজলসহ জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন।