বিশেষ প্রতিনিধি : আগামী ৩০ জানুয়ারী রোজ শনিবারে অনুষ্ঠিতব্য জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা-এর ২০১৬~২০১৭ মেয়াদের নির্বাচনে তোফায়েল সামী-জগলুল পাশা প্যানেল থেকে ক্রীড়া, চিত্তবিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচনের আ ফ ম সিরাজুল ইসলাম শামীম মনোনয়ন পেয়েছেন।
অা ফ ম সিরাজুল ইসলাম শামিম এর গ্রামের বাড়ী হবিগঞ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামে । তিনি বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন এর কর্মকর্তা ( উপ পরিচালক) হিসাবে নিয়োজিত আছেন।
ছোটবেলা হতেই তিনি অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও সৎ জীবন যাপন করতেন ।
কর্ম জীবনেও তিনি সততার পরিচয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সৎ কর্মকর্তা হিসাবে।
কর্ম জীবনের পাশাপাশি তিনি ঢাকায় বসবাসকারী সিলেট বিভাগ এর বিভিন্ন সংঘটনের সাথে সক্রিয় নিয়োজিত আছেন।
খেলাধুলা ও স্বাংস্কৃতিক অঙ্গনে জালালাবাদ অঞ্চলের স্বতন্ত্র একটি বৈশিষ্ট আছে। এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতি বিশ্বজুড়ে সমাদৃত। হাছন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমন, শেখ ভানু, দীনহীন, সৈয়দ শাহনুর, দুরবীন শাহ আরো কত নাম বলব, তাঁদের গানে মুখরিত সারা দেশ।
ক্রীড়াঙ্গনে কায়সার হামিদ, আলফাজ, জুয়েল রানা ফুটবলে; শান্ত, রাজিন, তাপস, এনামুল হক , অলক, নাজমুল, রাজু ক্রিকেটে আমাদের সিলেটের প্রতিনিধিত্ব করছেন।
আ ফ ম সিরাজুল ইসলাম শামিম বলেন, আমি আগামী ৩০ জানুয়ারী রোজ শনিবারে অনুষ্ঠিতব্য জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা-এর ২০১৬~২০১৭ ক্রীড়া, চিত্তবিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হলে নতুন নতুন খেলোয়ার তৈরী এবং আঞ্চলিক সংগীত চর্চার বিষয় গুলো নিয়ে কাজ করার পরিকল্পনার কথাবেলেন। তিনি তোফায়েল সামি-জগলুল পাশা পরিষদকে ভোট দেওয়ার আকুল আবেদন করেন।