এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের দোকান পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, ওই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র রাসেল মোড়লের সাথে একই গ্রামের উজ্জল মিয়ার বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার রাতে রাসেল মোড়ল তার মুদি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গভীররাতে কে বা কারা ওই দোকানে আগুন দেয়। এতে দোকানটি পুড়ে ভস্মিভূত হয়।
তবে তার ধারণা তার প্রতিপক্ষের লোকজন এ আগুন লাগাতে পারে।এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়ালের ইনাতাবাদের বাসা থেকে ট্রাক্টও এর ব্যাটারী চুরি করতে গিয়ে চোর ধরাশায়ী হয়েছে। পরে জনতা ডাকাতদলকে ধাওয়া করে ডাকাতকে ধরে তাকে উত্তম মধ্যম দিয়ে নজরুল খান (১৮) নামের চোরচক্রের ওই সদস্যকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সে বড় বহুলা গ্রামের মৃত আলা উদ্দিন খানের পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, নজরুলসহ ৩/৪ জন চোর বৃহস্পতিবার দিবাগত রাতে আওয়ালের বাসা থেকে ট্রাক্টও ব্যাটারী চুরি করার সময় বিষয়টি আচঁ করতে পেরে লোকজন তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা অন্য চোররা পালিয়ে যায়। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।