হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আজকের শিশুদের মাঝে লুকায়িত রয়েছে আগামীর স্বপ্ন, স্বাধীন বাংলার সোনালী স্বপ্নীল ভবিষ্যত। শিশুরাই হবে দেশ ও জাতি গঠনের সু-কারিগর।
অতএব সমাজের প্রতিটি শিশুকে সু-শিক্ষায় শিক্ষিত করে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। সচেতন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ম হলো সমাজের ঝড়ে পড়া শিশুদের উন্নয়নে কাজ করা। শেখ হাসিনার সরকার সবসময়ই শিশুদের উন্নয়নে কাজ করে থাকে। তিনি সমাজের ঝড়েপড়া শিশুদের উন্নয়নে কাজ করার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শিশু একাডেমী প্রাঙ্গণে শিশু একাডেমীর উদ্যোগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান ও আবু মোতলেব লেবু।