মোঃ রহমত আলী ॥ যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশ জামায়াত ইসলামী’র আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ পূনঃ বহালের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধা জামায়াতের ডাকা হরতালের প্রভাব নেই হবিগঞ্জে। ভোর থেকে হবিগঞ্জের বিভিন্ন সড়কে সিএনজি অটোরিক্সাসহ ছোট-বড় সকল প্রকার যানবাহন চলতে দেখা যায়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওযা যায়নি।
বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু হয় নাগরিক ব্যস্ততা, ব্যাবসায়ীরা খুলতে শুরু করে দোকানপাট।
প্রসঙ্গত, বুধবার (৬ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াত ইসলামী’র আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।