ডেস্ক : হিন্দি বাংলাসহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী কুমার শানু ঢাকায় আসছেন। ‘কুমার শানু লাইভ ইন ঢাকা’ শীর্ষক এক কনসার্টে যোগ দিতে আগামী ৩০ জানুয়ারি সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
‘বে এন্টারটেইনমেন্ট’ এর আয়োজনে ‘কুমার শানু লাইভ ইন ঢাকা’ কনসার্টটি আগামী ৩০ জানুয়ারি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নব রাত্রী হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ‘বে এন্টারটেইনমেন্ট’ এর পক্ষ থেকে জানানো হয়, কুমার শানু একক শিল্পী হিসেবে সেদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সংগীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান ‘বে এন্টারটেইনমেন্ট’এর ম্যনেজিং ডিরেক্টর মোনালিসা খান হাসান বলেন, ‘শ্রেয়া ঘোষাল’স নাইট সংগীত আয়োজনে ব্যাপক সাড়া পাওয়ার ধারাবাহিকতায় ও দেশের সংগীতপ্রেমীদের কথা মাথা রেখে এবারের এই আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। নির্ধারিত টিকিটের বিনিময়ে সংগীতপ্রেমীরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।’
জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু বলিউডের অসংখ্য চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেছেন। এ ছাড়া তার অনেক জনপ্রিয় বাংলা গানও রয়েছে। তার গানের মধ্যে ‘মেরা দিল ভি কিতনা পাগল হে’, ‘জিয়ে তো জিয়ে কেইসে’, ‘পারদেশী পারদেশী’, ‘পেহলি পেহলি বার’, ‘ও জানা না যানা’, ‘যাদুগর’-এর মতো গানগুলো বেশ জনপ্রিয়।
উল্লেখ্য, ‘কুমার শানু লাইভ ইন ঢাকা’ কনসার্টে প্লাটিনাম, গোল্ড ও সিলভার তিনটি ক্যাটাগরিতে টিকেটের ব্যবস্থা করা হয়েছে। টিকেটের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা। জমকালো এ অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে রাজধানীর সব স্বপ্ন সুপারশপ, আলমাসের গুলশান ব্রাঞ্চ , এ্যাবাকাস রেষ্টুরেন্ট(গুলশান), নর্থ ওয়েস্ট এভিয়েশনের গুলশান ব্রাঞ্চ ও টিকেট চাই ডটকমে। এছাড়া ভিআইপি টিকিট ও বাল্ক টিকিট সংগ্রহের জন্য যোগাযোগ করা যাবে ০১৭০৭৭৭৮৮৮৯ ও ০১৭৮৭৭৪৮৩১২ নম্বরে।