এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহর থেকে পালিয়ে যাওয়া স্কুল ছাত্রী দিনা (১৪) কে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রেমিক আব্দুল করিম (২০) কে আটক করা হয়।
সে হবিগঞ্জ শহরের কামারপট্টি এলাকার হুক্কা মকসুদ আলীর পুত্র। গতকাল বুধবার ভোররাতে হবিগঞ্জ সদর থানার এসআই ওমর ফারুক ও পার্থ সারতির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার লাকুখাল গ্রাম থেকে দুজনকে আটক করা হয়।
গতকালই ডাক্তারী পরীক্ষা শেষে উভয়কেই কোর্টে প্রেরণ করা হলে আদালত দিনার জবানবন্দি গ্রহণ করে তার মায়ের জিম্মায় দেন এবং করিমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উলেখ্য সম্প্রতি করিমের সাথে রাজনগর এলাকার আবু তাহের চৌধুরীর কন্যা হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী দিনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে দিনার পিতা বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় অপহরণের মামলা দায়ের করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য করিমের দুই বন্ধু মানিক ও জাকিরকে আটক করে। তাদের দেয়া তথ্যানুয়ারি গতকাল ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই ওমর ফারুক জানান, বিষয়টি প্রেম সংক্রান্ত হলেও পিতা অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়।