মোঃ রহমত আলী ॥ প্রতি শতকে ৪০ কেজি ধান উৎপাদনের সম্ভাবনায় চায়না প্রযুক্তিতে দেশে উদ্ভাবিত উচ্চ ফলনশীল (হাইব্রীড) জাতের ধান আবাদে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা। এর মধ্যে জেলায় শতকরা ৪২ ভাগ জমিতে বোরো ধান রোপন কার্য সম্পন্ন করছেন কৃষক সূত্রে জানাযায়।
সেচের পানি জমিতে আসার সাথে সাথে জমি চাষ কার্য শেষ করে বোরো ধানের চারা রোপন কাজ চালিয়ে যাচ্ছে কৃষক ।
কৃষকরা জনায়, বর্তমানে জমিতে বেশি ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ সময় হলো বোরো মওসুম । এসময় ধানের সর্বোচ্চ ফলন উৎপাদন করা সম্ভব হয়। এর মধ্যে হাইব্রীড জাতের ধান প্রতি শতকে ৪০ কেজি পর্যন্ত ফলন হয়ে থাকে, তাই হাইব্রীড ধান আবাদে তাদের আগ্রহ বেশী। কিন্তু বিআর ২৯ জাতের ধান আবাদ করলে ওই পরিমান জমিতে সর্বোচ্চ ২০ থেকে ২২ কেজি পর্যন্ত ফলন হয়। তারা জানায় হীরা ২, হীরা ৫, ময়না, টিয়া, এসিআই, আফতাব ১০৭ ও ১০৮জাতের হাইব্রীড ধান আবাদ বেশি করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ রাইস (বি আর) ২৮, ২৯ জাতের ধান আবাদ করা হচ্ছে। অনুকূল আবহাওয়া উৎপাদনের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা করছেন তারা।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, চলতি বোরো মওসুমে জেলায় ১লাখ ১৩ হাজার হেক্টরের বেশি জমি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপশি জাত বি আর ২৯ অধিক জন প্রিয় হলেও অধিক উপশি জাত হিসেবে বি আর ৫৮ এবার যোগ হয়েছে বোরো মওসুমে। সুত্র জানায়,এপর্যন্ত লক্ষ্য মাত্রার প্রায় ৪২ ভাগ জমিতে বোরো ধানের আবাদ কাজ শেষ হয়েছে। এর মধ্যে শতকরা ২৫ ভাগ জমিতে হাইব্রীড জাতের ধান আবাদ করছেন কৃষক। তবে ভাটি অঞ্চলের উর্বরশীল জমিতে প্রায় শতকরা ৬০ ভাগের বেশি হাইব্রীড আবাদ হচ্ছে। এদিকে জেলার বিভিন্ন এলাকায় নতুন উচুঁ স্থানে কৃষক সেচের পানি নিয়ে চাষাবাদ শুরু করছেন। ফলে আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়োছে।