হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের দুস্থ ও শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনকে শীতবস্ত্র প্রদান করেছে আশা। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই শীতবস্ত্র প্রদান করা হয়।
আশা সিলেটের জোনাল ম্যানেজার সাজেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম।
বিশেস অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, সিলেট সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও এফএনবি’র প্রতিনিধি বেলাল আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও চ্যানেল আই জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ,আশা-হবিগঞ্জ জেলার ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ কামাল মিয়া চৌধুরী, এনডিসি আলমগীর হোসেন, এডভোকেট শাহ ফখরুজ্জামান, মিজানুর রশীদ চৌধুরী, আইয়ূব আলী, আশুতোষ চন্দ্র দেব, হুসেন আলী, নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সাবিনা আলম আশা সিলেট জোনের জোনাল ম্যানেজারের নিকট থেকে ২৭৫ টি কম্বল গ্রহন করে বলেন ’আশা’ এ মহতি উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত “আশা” সংস্থা প্রতি বছরের ন্যায় চলতি বছরে ও দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য ২৬টি জেলায় মোট ২২,৪০,০০০ (বাইশ লক্ষ চল্লিশ হাজার টাকা) বরাদ্ধ দিয়েছেন। এর মধ্যে হবিগঞ্জকেও অন্তর্ভুক্ত করা হয়।