বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে বাহুবল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের বয়স আনুমানিক বয়স ২৭ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকার শেওরাতুলি নামক স্থানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।
বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে।
তার রক্তমাখা শরীরের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানায় পুলিশ।তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।
সকাল ১০টা এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবকেরর পরিচয় পাওয়া যায়নি।