এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে মাদক সম্রাট মৃত হাকিমের স্ত্রী ও তার বর্তমান স্বামী কারারক্ষী রকিব মিয়াকে যৌন উত্তেজক ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার সকালে ডিবির এসআই সুদ্বিপ রায়, ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে নোয়াপাড়া ইটাখোলা গ্রামে মৃত হাকিমের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তার স্ত্রী নাসিমা খাতুন (৩৫) ও তার বর্তমান স্বামী চাকুরীচ্যুত কারারক্ষী রকিব মিয়া (৪০) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে যৌন উত্তেজক ৫০ পিছ ইয়াবা ও দুইটি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে নাসিমা জানায়, হাকিম ক্রসফায়ারে মারা যাওয়ার পর তার হাল ধরার জন্য সে কুমিলা জেলার বুড়িচং উপজেলার আগাপুর গ্রামের হাজী আব্দুল খালেকের পুত্র রকিব মিয়াকে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা চট্টগ্রামের মাদক সম্রাট বক্করের কাছ থেকে এসব মাদক এনে হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে মাদকসেবীদের কাছে তুলে দিচ্ছে।