নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এবং উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ অটো রিক্সা ( সিএনজি) শ্রমিক ইউনিয়ন থানা পয়েন্ট শাখার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি বিলু মিয়া, সহ সভাপতি ছানু মিয়া, সেক্রেটারী মোঃ আল আমীন, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল সবুজ, সহ সাংগঠনিক সম্পাদক বেলাল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ সামছুজ্জামান, সদস্য আওলাদ মিয়া, খালিছ মিয়া, অলক কুমার দাশ, আব্দুল বাছিত, ম্যানাজার ফয়েজ আহমদ, আবুল খয়ের টিসু ও আব্দুর রাজ্জাক প্রমূখ।
শ্রমিক নেতৃবৃন্দ এ সময় ফুলের তোড়া দিয়ে তৃতীয় বারের মতো নব নির্বাচিত কাউন্সিলর এটিএম সালামকে অভিনন্দন জানিয়ে এলাকার উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন।