মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠার প্রথম বৎসরেই উন্নত ও মানসম্পন্ন শিক্ষা দানের লক্ষ্যে ‘‘কমলপুর হযরত শাহজালাল (রঃ) দাখিল মাদ্রাসা”টি অভিজ্ঞ শিক্ষক দ্ধারা মনোরম পরিবেশে পরিচালিত ১.৭২ একর ভূমির উপর ২০১৪ সালে প্রতিষ্ঠিত স্থাপন করা হয়।
উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার প্রথম বৎসরেই সেরা সফল্য অর্জন করেছে। এবতেদায়ী সমাপনী পরীক্ষায় মাধবপুর উপজেলার ১ম, ২য়, ৩য় স্থান অর্জন ও বাকী সবাই জি.পি.এ “এ” সহ শতভাগ পাশ করেছে। জুনিয়র দাখিল পরীক্ষায় ২জন জি.পি.এ “এ+” অর্জন ও বাকী সবাই জি.পি.এ “এ” সহ শতভাগ পাশ করেছে।
প্রতিষ্ঠার প্রথম বৎসরেই এমন ফলাফল এ সম্পর্কে মাদরাসার সহ-সুপার মুফতি সিরাজুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা এলাকার ঝরেপড়া ছাত্রদের নিয়ে এ বৎসরের প্রথম থেকে আমরা কঠিন পরিশ্রম করেছি।
সরাসরি ৮ম শ্রেণীতে ভর্তি হয়ে মাদরাসার নিয়মে পরীক্ষা দিয়ে আমরা যে ফলাফল পেয়েছি এতে আল্লাহর নিকট শুকরিয়া জানাচ্ছি। তবে আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োগের মাধ্যমে ভবিষতে আমাদের ছাত্র-ছাত্রীরা আরো ভাল ফলাফল করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস।