এম এ আই সজিব ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা পাঠলিপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মমিন উলার সাথে রহমত উলার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উলেখিত সংখ্যক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল মালেক (২৮), শাহানুর (৩০), রেনু মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া টেটাবিদ্ধ অবস্থায় আছকির মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসি।