এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের সিকান্দপুর নামকস্থানে সিএনজি অটোরিকশার চাপায় রাফা আক্তার (৪) নামের এক শিশু মৃত্যুপথযাত্রী। সে ওই গ্রামের মমিন আলীর কন্যা। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের সড়ক দিয়ে হেটে যাবার সময় হবিগঞ্জগামী একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা তাকে চাপা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।