হামিদুর রহমান,মাধবপুর থেকে- : ইকোনমীক জোন বাতিলের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন করেছে চা শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে প্রায় ১ ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ফর সোস্যাল এডভাইসমেন্ট মাধবপুর শাখার নিবার্হী পরিচালক মোঃ মোখলেছুর রহমান সেলিম, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দেওয়ান জয়নাল , উপজেলা আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খান, সুরমা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শুভ বাক্তি , সাধারন সম্পাদক শান্ত গোয়ালা, চা শ্রমিক নেতা মোঃ ফজল মিয়া, সুশেন কর্মকার, স্বপন গোয়ালা, জয় প্রকাশ, তেলিয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন তাঁতী, সম্পাদক লালন পাহান, অর্থ সম্পাদক দোলন কুর্মি, চা শ্রমিক নেতা বাবুল তাঁতী, অভিজিৎ নায়েক, পরিমল তাঁতী, সমিরন তাঁতী, স্বপন সাঁওতাল, সিবানী দাস, জ্যেৎসা তাঁতী, তাপস তাঁতী , রাজ কুমার তাঁতী, অনুপ যাদব, অজ্ঞলী পাহান, বিফলা গোয়ালা প্রমুখ।
চান্দপুর চা বাগানের ধান্য জমিতে ইকোনমিক জোন বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।