নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভায় বিএনপির মনোনিত প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী(ধানের শীষ) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
১ হাজার ৮শত ৪৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
ছাবির পেয়েছেন ভোট ৫ হাজার ৬২১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধি অধ্যাপক তোফাজ্জল হোসেন চৌধুরী নৌকা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৭৭৩ ভোট।
নবীগঞ্জ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন এ ফলাফল ঘোষণা করেন।